আমাদের সম্পর্কে জানুন

কোভিড-১৯ প্রতিরোধ লড়াইয়ে যোগ দিনঃ অবগত থাকুন এবং নিরাপদ থাকুন

কোভিড-১৯ প্রতিরোধ, সতর্কীকরণ এবং ভ্যাকসিনেশনের সামগ্রিক তথ্য ভান্ডার 'কোভিডপিডিয়া'তে আপনাকে স্বাগতম। USAID এর অর্থায়নে এবং জন্স হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস এর বাস্তবায়নে, Breakthrough ACTION এর একটি অন্যতম উদ্যোগ 'কোভিডপিডিয়া', যা কোভিড-১৯ প্রতিরোধ, সতর্কীকরণ এবং ভ্যাকসিনেশনের উপর নির্মিত সকল অডিও-ভিজ্যুয়াল কন্টেন্ট, মুদ্রিত বিষয়বস্তু, ই-লার্নিং কোর্স সহ বিবিধ জিনিসের কেন্দ্রীয় তথ্যভান্ডার হিসেবে কাজ করছে।

আমাদের লক্ষ্য হচ্ছে কোভিড-১৯ এর ব্যাপারে সঠিক এবং হালনাগাদ তথ্য দিয়ে ব্যক্তি, জাতি এবং সংস্থা পর্যায়ে সকলকে শক্তিশালী করা। আমরা বুঝি যে এই মহামারীর বিরুদ্ধে ফলপ্রসূভাবে লড়াই করতে নির্ভরযোগ্য তথ্যের বিতরণ এবং যথাযথ আচারবিধির প্রচারণা কতটা গুরুত্বপূর্ণ।তাই, আমাদের এই ব্যাপক তথ্যবহুল ভান্ডারের সাহায্যে আমরা কোভিড-১৯ প্রতিরোধ, সতর্কীকরণ এবং ভ্যাকসিনেশনের উপর যাবতীয় প্রমাণনির্ভর নির্দেশনা সরবরাহ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যা জরুরি প্রয়োজনে সহজলভ্য হিসেবে প্রমাণিত হবে।

Breakthrough ACTION এর দক্ষতায় ‘কোভিডপিডিয়া’ শিক্ষণীয় বিষয়বস্তুর এক সুবিন্যাস্ত ভান্ডার তুলে ধরছে যাতে থাকছে মুদ্রিত বিষয়বস্তু, অডিওভিজ্যুয়াল কন্টেন্ট, ই-লার্নিং কোর্স,ইত্যাদি। এই সংরক্ষণাগার কোভিড সম্পৃক্ত বিবিধ বিষয় উপস্থাপন করছে। যেমনঃ মাস্ক ব্যবহারবিধি, হাত পরিস্কার পদ্ধতি, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং টিকাগ্রহণের গুরুত্ব। হোক আপনি একজন ব্যক্তি যিনি ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে জানতে আগ্রহী কিংবা হোক যে কোন সংস্থা যেটি নিজ জনগোষ্ঠীকে কোভিড-বিষয়ক জ্ঞান সমৃদ্ধ করতে চাচ্ছেন, সকলকেই ‘কোভিডপিডিয়া’ যথাযথ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এবং জন্স হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস কর্তৃক প্রস্তুতকৃত ‘কোভিড-১৯ টিকাগ্রহণ ড্যাশবোর্ড’ এবং ‘কোভিড আচরণবিধি’ এর মাধ্যমে কোভিডপিডিয়া মূল্যবান তথ্য সরবরাহ করছে। এই ড্যাশবোর্ডগুলো ভ্যাকসিনেশন কর্মসূচির অগ্রগতি এবং আচরণবিধি পরিবর্তনের প্রচেষ্টার ব্যাপারে সমসাময়িক তথ্য এবং বিশ্লেষণ তুলে ধরে, যা এই টুল ব্যবহারকারীদের কোভিড-বিষয়ক বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপের অভাবনীয় প্রভাব উপলব্ধি করতে সাহায্য করে।

কোভিডপিডিয়ার ‘সচরাচর জিজ্ঞাসা’ অংশ থেকে ঘুরে আসুন, যেখানে আমরা কোভিড-১৯ বিষয়ক সকল সচরাচর প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি নির্ভরযোগ্য তথ্যের প্রবেশাধিকার জনস্বাস্থ্য সম্পর্কিত ভুল তথ্য রুখতে এবং সুস্বাস্থ্য প্রচার করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কোভিডপিডিয়া ঘুরে আসুন এবং আপনার কোভিড-১৯ বিষয়ক জ্ঞান আরও বিস্তৃত করে, এর বিস্তার প্রতিরোধ করে ও টিকাগ্রহণের প্রচারণা চালিয়ে আমাদের তথ্যভান্ডারের উদ্দেশ্য সফল করুন। আমরা সবাই মিলে একসাথে এই মহামারীর বিরুদ্ধে লড়াই করতে পারি যদি আমরা কোভিড-ভিত্তিক জ্ঞানের আদান-প্রদান করি, সচেতনতা বৃদ্ধি করি এবং যথাযথ আচরণবিধি মেনে চলি যা আমাদের আর আমাদের জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখবে। অবগত থাকুন, নিরাপদে থাকুন এবং কোভিড-১৯ এর বিরুদ্ধে আমাদের লড়াইয়ে পাশে থাকুন।

লিংকসমূহ

সিকিউরিটি

প্রাইভেসি

এই ওয়েব পোর্টালটি যুক্তরাস্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেট এজেন্সী ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএএইডি)

bn_BDBengali